বৃষ্টি ভেজা প্রেম আমার

বৃষ্টি ও প্রেম (সেপ্টেম্বর ২০২০)

সাদিকুল ইসলাম
  • ৪৮
মেঘলা তোমার কি মনে পড়ে?
সূর্যের সেই লুকুচুরি খেলা।
যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা,
মনে পড়ে সেদিনের কথা?

শ্রাবনের পড়ন্ত বিকেল,
ঝিড়ি ঝিড়ি হাওয়া বইছে,
সাড়া আকাশ জুড়ে সাদাকালো মেঘের ছুটাছুটি,
তুমি এসে দাড়ালে এলোকেশী,
তোমার চুলের দোলায় আর
মায়াবী নয়নের ছুরির আঘাতে,
আমি নির্বাক হয়ে অপলক দৃষ্টিতে
নিস্তব্ধ সাগরে ডুবেগিয়েছিলাম।
মনে পড়ে তোমার সেদিনের কথা।

হঠাৎ বিদ্যুৎ চমকালো ,
চেতনা ফিরে দেখি-
সূর্যের হাসি থামিয়ে দিয়েছে।
মেঘগুলো জমাট বাঁধতে শুরু করেছে।
কিছু বোজে উঠার আগেই
একঝাপটা বৃষ্টি এসে বিজিয়ে গেলো আমাদের।
দুজনেই একসাথে হেসেছিলাম
বৃষ্টির দুস্টুমি দেখে।
আর শ্রাবনের এই একপসলা বৃষ্টিকে
আমাদের প্রথম স্মৃতির স্বাক্ষী করেছিলাম।
মনে পড়ে তোমার সেদিনের কথা।

শ্রাবন আসে, মেঘের আড়ালে সূর্য হাসে,
কখনো ঝিড়ি ঝিড়ি, কখনো বা দমকা হাওয়া,
কখনো ছিটেফোঁটা, কখনো বা ভারি বর্ষন।
আজ তুমি নেই ,রয়ে গেছে স্মৃতি-
তোমার ঠোঁটে লেগে থাকা বৃষ্টির ফোঁটা,
তোমার সেদিনে সেই প্রথম স্পর্শ,
শ্রাবনে এক পসলা বৃষ্টি এলেই মনে গহিনে ঝড় তুলে,
যে ঝড়ে আমাকে লন্ডভন্ড করে দেয় নিমিষে।
তোমার কি মনে পড়ে না?
সেদিনের কথা!
সেদিনের সেই বৃষ্টি ভেজা প্রেমের কথা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুদীপ্তা চৌধুরী বৃষ্টি ভেজা সেই প্রেম দেয় যেন শুধুই ভালবাসার অনুভূতি এই মন জুড়ে!
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০২০
U r alright. Thanks
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০২০
Dipok Kumar Bhadra ভাল লিখেছেন।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রথম প্রেমের স্মৃতিমাখা শ্রাবন। শ্রাবনের মেঘ ,বৃষ্টি, সুর্যের লুকুচুরি সবকিছু প্রেমের স্বাক্ষী করে যে প্রেম এসেছিলে বৃষ্টিতে ভিজিয়ে সে প্রেম চলে গেছে চৈত্রের খড়ায় । আজ তাই শ্রাবনের স্মৃতিমাখা অতীত।

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪